FacebookTwitterGoogleYoutube

বার্ষিক উন্নয়ন কর্মসূচী তদারকি সফটওয়্যার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রতি মাসে একবার বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অগ্রগতি পর্যালোচনা করে থাকে। এই সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব। এই পর্যালোচনা সভার সুবিধার্থে বার্ষিক উন্নয়ন কর্মসূচী তদারকি সফটওয়্যার নামে একটি ডাটাবেইজ সফটওয়্যার তৈরি করা হয়েছে।

এই সফটওয়্যারের মাধ্যমে এখন যে কোন সময় যে কোন স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর হালনাগাদ অগ্রগতি পর্যালোচনা করা যায়।সফটওয়্যারটির মাধ্যমে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচী ২০১১-১৬-এর অন্তর্ভূক্ত ৩২টি অপারেশনাল প্লান ও ১৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা যায়। প্রতিটি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পরিচালকের কার্য্যালয়ের পক্ষ থেকে এই ডাটাবেইজ সফটওয়্যারে তথ্য আপডেট করা হয়। ফলে সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে ছক, চার্ট ও রিপোর্ট তৈরি হয়। স্বয়ংক্রিয়ভাবে আইএমইডি ফরমও প্রস্তুত হয়। প্রকল্প পরিচালক নিজে, সংস্থা প্রধান বা মন্ত্রণালয় একক বা সম্মিলিতভাবে বরাদ্দ, প্রাক্কলন, অর্থ অবমুক্তি ও অর্থ ব্যয়ের অবস্থা পর্যালোচনা করতে পারে। আর্থিক ও বস্তুগত উভয়-বিধ অগ্রগতি পরিমাপ করা যায় সফটওয়্যারটির মাধ্যমে।