
ঢাকাস্থ রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত রিজিওনাল হেলথ ইনফরম্যাটিক্স কনফারেন্স-এ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম ক্রেস্ট গ্রহণ করছেন
গত ২৩-২৪শে জুন ঢাকাস্থ রূপসী বাংলা হোটেলে “এমপসিবলঃ রিজিওনাল হেলথ ইনফরম্যাটিক্স কনফারেন্স” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৩ জুন থেকে শুরু হওয়া দু’দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক স্বাস্থ্য ইনফরমেটিক্স সম্মেলনের অংশ হিসেবে এ সেমিনার আয়োজিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউবিএস অপটিমাস ফাউন্ডেশন, জিআইজেড এর সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ এ সম্মেলনের আয়োজন করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার দেশে তথ্যপ্রযুক্তি নির্ভর একটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে চায়। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসকদের উন্নত প্রযুক্তি এবং সফট্ওয়্যার ব্যবহারে সচেতন হতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী গ্রামে থেকে ডাক্তারদের চিকিৎসা দেয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীও বার বার গ্রামের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিচ্ছেন। ডাক্তাররা যদি হাসপাতালে থেকে সেবা না দেন তাহলে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের গৃহীত কোনো কর্মসূচিই সফল হবে না। তিনি বলেন, ডাক্তাররা গ্রামে থেকে দায়িত্ব পালন করলে সরকার তাঁদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করবে। বিশ্ব ব্যাংকের সহায়তায় তাদের জন্য গাড়ি বরাদ্দ করা হবে। তবে সবার আগে গ্রামে না থাকার মানসিকতা থেকে সকলকে বেরিয়ে আসতে হবে।সরকারি চিকিৎসকরা গ্রামে থেকে চাকরি করতে অনাগ্রহী উল্লেখ করে মন্ত্রী বলেন, “সাড়ে ছয় হাজার চিকিৎসককে গ্রামে পোস্টিং দেয়া হবে। তাদের পোস্টিং দিতে পারলে স্বাস্থ্যসেবায় ব্যাপক উন্নয়ন হবে।”
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একদল বিশেষজ্ঞ এই সম্মেলনে অংশ নেন। জিআইজেড, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউবিএস অপটিমাস ফাউন্ডেশনের সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম’ বিভাগ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদএর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ফিলিপাইনের ডেপুটি মিনিস্টার ফর হেল্থ ডা. পেডোরো হারবোসা এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক বক্তৃতা করেন।